কীভাবে আগুন লেগে মৃত্যু হল ৮ গ্রামবাসীর (Birbhum Violence)। রাজনৈতিক চক্রান্ত (Political Conspiracy) নাকি প্রতিহিংসা! রামপুরহাটের বগটুই গ্রামে শুক্রবার যাওয়ার কথা কেন্দ্রীয় ফরেনসিক দলের (Central Forensic Team)। ঘটনাস্থল থেকে নমূনা সংগ্রহ করবেন তাঁরা। কীভাবে আগুন লেগেছে, কী ধরনের দাহ্য বস্তু ব্যবহার করা হয়েছিল, সব খতিয়ে দেখা হবে।
এদিকে শুক্রবার বগটুই কাণ্ডে (Bogtui Case) ধৃত তৃণমূল ব্লক সভাপতি আনারুল হোসেনকে রামপুরহাট আদালতে তোলা হবে। তার বিরুদ্ধে খুন, ষড়যন্ত্র, হিংসা ছড়ানো সহ একাধিক মামলা রুজু করা হয়েছে।
আরও পড়ুন: বগটুই কাণ্ডে সিবিআই, কলকাতা হাইকোর্টের নির্দেশে 'ব্রাত্য' সিট
বৃহস্পতিবার বগটুই যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রামে নিরাপত্তা মজবুত করা হয়। রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য, বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী সহ প্রশাসনিক কর্তারা গোটা দিনই গ্রামে পুলিশ মোতায়েন করেন।