বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বিতর্কিত ফলক তুলে ফেলার নির্দেশ দিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। বলা হয়েছে, ওই ফলক সরিয়ে নতুন ফলক বসাতে হবে। সেখানে কী লেখা হবে সেবিষয়েও কেন্দ্রীয় সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে প্রধানমন্ত্রী কিংবা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম ওই ফলকে থাকবে না।
নতুন ফলকে কী লেখা হবে তার বয়ান ইতিমধ্যে কেন্দ্রের তরফে পাঠানো হয়েছে। ইংরেজি ভাষায় পাঠানো ওই বয়ান বাংলা ও হিন্দিতে অনুবাদ করে তা ফলকে লেখা থাকবে।
শুধু তাই নয়, ইংরেজি অনুচ্ছেদটিকে বাংলা ও হিন্দিতে অনুবাদ করার জন্য একটি কমিটি গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে থাকবেন বিশ্বিদ্যালয়ের চার জন বিভাগীয় প্রধান এবং দু জন ইসির সদস্য।