রাজ্যে ফের বড়সড় দুর্নীতির অভিযোগ । কেন্দ্রীয় প্রকল্পে মিড-ডি-মিলে (Mid-Day Meal Corruption) গত ৬ মাসে প্রায় ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে । উল্লেখ্য, মিড-ডে-মিল-এ দুর্নীতির অভিযোগ আগেই উঠেছে । এই নিয়ে বারবার বারবার সরব হয়েছে বিরোধীরা । সেই অভিযোগের ভিত্তিতে সম্প্রতি রাজ্যে ঘুরে গিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের দল । তাঁদের প্রকাশ করা রিপোর্টেই উঠে এসেছে ১০০ কোটির দুর্নীতির কথা । সেইসঙ্গে রিপোর্টে দাবি করা হয়েছে, রাজ্য সরকার ১৬ কোটি মিড-ডে মিলের ভুয়ো হিসাব পেশ করেছে । রিপোর্ট প্রকাশ্যে আসতেই সরব হয়েছে বিরোধীরা । কড়া জবাব দিয়েছে তৃণমূলও ।
রিপোর্টে বলা হয়েছে, ২০২২ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ১০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে । আরও বলা হয়েছে, ওই বছরে প্রথম দুই অর্থবর্ষে রাজ্যের তরফে ১৪০ কোটি ২৫ লক্ষ মিড-ডে মিলের রিপোর্ট পেশ করা হয় । কিন্তু স্থানীয় প্রশাসনের রিপোর্টে ১২৪ কোটি ২২ লক্ষ মিড-ডে মিলের উল্লেখ রয়েছে । শুধু তাই নয়, নির্ধারিত পরিমাণের চেয়ে ৭০ শতাংশ কম খাবার পড়ুয়াদের সরবরাহ করা হয়েছে বলেও অভিযোগ ।
আরও পড়ুন, Kolkata Metro: চলতি বছরেই গঙ্গার তলা থেকে মেট্রো ছুটবে, দিনক্ষণ ঘোষণা করল রেল
রিপোর্ট প্রকাশ্যে আসতেই সরব হয়েছে বিরোধীরা । এটিকে রাজ্য সরকারের সবচেয়ে বড় দুর্নীতি বলে উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী । কড়া নিন্দা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । অন্যদিকে, বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলেছে তৃণমূল । সাংসদ শান্তনু সেনের বলেন, "বাংলার প্রতি প্রতিহিংসার আচরণ কতটা মারাত্মক, আরও এক বার তা প্রকাশিত হল এই রিপোর্টের মাধ্যমে। "