রামপুরহাট গণহত্যা কাণ্ডে (Birbhum Violence) বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে (JP Nadda) রিপোর্ট জমা দিল কেন্দ্রীয় প্রতিনিধি দল। এই রিপোর্ট নিয়েই ক্ষোভপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিজেপি এই তদন্ত প্রভাবিত করার চেষ্টা করছে।
এদিন দার্জিলিং- (Darjeeling) থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "গতকাল যে লোকটি গ্রেফতার হয়ছে, তাকে আমরাই গ্রেফতার করেছি। অর্থাৎ ভাদু শেখের যে খুনী। অর্থাৎ আমরা সম্পূর্ণভাবে সাহায্য করছি। এখানে যে নেতারা এসেছিলেন দেখতে, তারা পার্টির প্রেসিডেন্টকে রিপোর্ট দিয়েছে। ওরা কী করবে না করবেন, তাতে আমার কিছু বলার নেই। এই সমস্ত রিপোর্ট তদন্তকে প্রভাবিত করবে। তদন্তকে দুর্বল করবে। রাজনৈতিক উদ্দেশ্যে তদন্তকে 'মিসইউজ' করবে।"
আরও পড়ুন: বিজেপিকে হুমকি! এক সপ্তাহ প্রচারে নিষেধাজ্ঞা তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর
বুধবারই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে রিপোর্ট জমা দিয়েছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। তাঁর নির্দেশে পাঁচ প্রতিনিধি দল রামপুরহাটের বগটুই গ্রামে যান। সেখানে ক্ষতিগ্রস্ত বাড়িগুলি ঘুরে দেখে প্রতিনিধি দল। বুধবার এ নিয়ে রিপোর্ট জমা করে তাঁরা।