একশো দিনের কাজে রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্র। এমনই অভিযোগ তৃণমূল সরকারের। এরই মধ্যে একশো দিনের প্রকল্প পরিদর্শনে ফের রাজ্যে কেন্দ্রীয় দল। এই দফায় দুই দিনাজপুর, মুর্শিদাবাদ ও নদিয়ায় যাবেন প্রতিনিধি দলরা। বৃহস্পতিবারই নবান্নে চিঠি দিয়ে একথা জানিয়েছে কেন্দ্র। নবান্নের পক্ষ থেকে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে অবগত করা হয়েছে।
রাজ্যের মিড মে মিল প্রকল্প নিয়েও শিক্ষা দফতরকে বৃহস্পতিবার চিঠি পাঠিয়েছে কেন্দ্র। কেন্দ্রের বিশেষ অডিট টিম রাজ্যের পাঁচ জেলার স্কুল পরিদর্শন করবেন। নবান্নে সূত্রে খবর, এই অডিট টিমে ৬জন কর্তা রয়েছেন। শুক্রবারই উত্তর ২৪ পরগনার স্কুল পরিদর্শন করবেন কেন্দ্রীয় দল।
কেন্দ্রীয় দল পাঠানো নিয়ে বিজেপি সরকারকে এক হাত নিয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। তিনি বলেন, "রাজ্যের প্রাপ্য ১ লক্ষ ১৮ হাজার কোটি টাকা। এখনও কেন্দ্র আটকে রেখেছে। বিজেপির এ টিম, বি টিম, সি টিম পাঠানো হচ্ছে। আগেও এসেছেন তাঁরা। কোনও দুর্নীতি খুঁজে পাননি। এতবার দল পাঠানোর জবাব বাংলার মানুষ দেবে।"