নিজস্ব পদ্ধতিতে বঙ্গের শিক্ষা প্রতিষ্ঠানের গুণমানের মূল্যায়ন (Evaluation of education) করতে চাইছে কেন্দ্র। সব থেকে উল্লেখযোগ্য ব্যাপার হল, এই মূল্যায়নের ব্যাপারে রাজ্যের কোনও আপত্তি নেই বলেই খবর!
কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা এবং খাদ্য ও গণবণ্টন মন্ত্রকের অধীনে বুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস) রাজ্যের সরকারি, সরকার পোষিত ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল ও কলেজগুলির পঠনপাঠনের মান উন্নত করতে চায়।
বিআইএসের সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যে ৩৫টি সরকারি এবং ৪৬৫টি সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত মিলিয়ে মোট ৫০০টি স্কুলে ‘স্ট্যান্ডার্ডস ক্লাব’ গঠন করা হবে। শিক্ষার্থীদের গুণমান সম্পর্কে সচেতনতা বাড়িয়ে বিদ্যালয়ের পঠনপাঠনের মানোন্নয়ন ঘটানোই কেন্দ্রের লক্ষ্য। নবম তার থেকে উঁচু কোনও শ্রেণির বিজ্ঞানের ছাত্রছাত্রীরা হবে এই উদ্যোগের অংশগ্রহণকারী এবং এক জন বিজ্ঞান বা ইঞ্জিনিয়ারিং বিষয়ের শিক্ষক বা অধ্যাপক মেন্টর হিসেবে থাকবেন। স্ট্যান্ডার্ডস ক্লাব গড়া হলে দুই কিস্তিতে বছরে মোট ১০ হাজার টাকা মিলবে বিভিন্ন কর্মসূচির জন্য।
Payal Rohatgi: ফের শিরোনামে পায়েল রোহতাগি, দীর্ঘ দিনের প্রেমিকের সঙ্গে বিয়ে সারা অভিনেত্রীর
রাজ্যের ভাঁড়ারে টান পড়ায় কেন্দ্রের তরফে সম্ভাব্য অর্থই এখন হাতছাড়া করতে রাজি নয় রাজ্য সরকার। সে কারণই কেন্দ্রের প্রস্তাবে সম্মত হয়েছে রাজ্য, এমনটা মত অনেকেরই।