উত্তরবঙ্গের কয়েকটি জেলা বাদ দিলে রাজ্যজুড়ে চলছে তাপপ্রবাহ। এই পরিস্থিতিতে বিদ্যুতের যোগান দিয়ে নয়া রেকর্ড গড়ল রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা এবং CESC। শনিবার রাজ্য বিদ্যুৎ দফতর সূত্রে এই খবর জানানো হয়েছে।
শুক্রবার রাত সাড়ে এগারোটা নাগাদ রাজ্যজুড়ে ৯ হাজার ৯৩৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছে। যা গতবছরের ১৮ জুনের চাহিদা মেটানোর রেকর্ড ভেঙে দিয়েছে বলে দাবি। এবার ৫৩ দিন আগেই সেই রেকর্ড ভেঙে গেল।
অন্যদিকে কলকাতা, হাওড়া ও শহরতলিতে চাহিদা মিটিয়ে রেকর্ড তৈরি করল CESE। শুক্রবার বিকেল সওয়া তিনটে নাগাদ কলকাতা ও শহরতলিতে বিদ্যুতের চাহিদা ছিল ২ হাজার ৭২৮ মেগাওয়াট। সেই চাহিদাও মিটিয়ে রেকর্ড গড়েছে তারা। এর আগে গতবছর ১৬ জুন ২ হাজার ৬০৬ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা মিটিয়েছিল।