অন্য তিন পুরসভার মতো আসানসোলে(Asansol) গণনা শুরু থেকেই এগিয়ে যেতে থাকেন তৃণমূল(TMC) প্রার্থীরা। কিন্তু ২৭ নং ওয়ার্ডে এসে থমকাতে হয় তৃণমূলকে। সেখানে বিজেপি(BJP) প্রার্থী চৈতালি তিওয়ারি(Chaitali Tiwari) একাই থামিয়ে দেন তৃণমূলের(TMC) বিজয়রথ। শেষ পর্যন্ত ১,৫৬১ ভোটে নিকটবর্তী নির্দল প্রার্থীকে হারিয়ে জয় লাভ করেন জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি।
দীর্ঘদিন ধরে আসানসোলের ২৭ নং ওয়ার্ডটি নির্দল(Independent) কাউন্সিলের দখলে ছিল। এবার সেখানে উড়ল বিজেপির(BJP) পতাকা। প্রথমবার ভোটে দাঁড়িয়ে এই জয়ে খুশি চৈতালি সমস্ত কৃতিত্ব দিয়েছেন স্বামী জিতেন্দ্র তিওয়ারিকে(Jitendra Tiwari)। তাঁর কথায়, "উনি ভোটে আমার ছায়াসঙ্গী ছিলেন। ওঁকে ধন্যবাদ। আমার জীবনের সঙ্গী আমি ভাল পেয়েছি।"
আর পড়ুন- Sabyasachi meet Abhishek : বিধাননগরের মেয়র কে ? জিতেই মমতার কাছে সব্যসাচী-কৃষ্ণা
প্রথমবার ভোটে দাঁড়িয়ে স্ত্রীর এই জয়ে উচ্ছ্বসিত স্বামী জিতেন্দ্র তিওয়ারিও। 'ভ্যালেন্টাইন্স ডে'র(Valentine's Day) দিন এই খুশির খবরে উচ্ছ্বসিত স্ত্রীর প্রশংসা শুনে স্বামী জিতেন্দ্র লাজুক হেসে জবাব দিলেন, "পৃথিবীর সব পুরুষই এমন সার্টিফিকেট পেতে চায়।"