বেহাল রাস্তা। সারাই করেনি স্থানীয় তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত। আর সেকারণে নিজেই রাস্তা মেরামতের কাজে হাত লাগালেন বাঁকুড়ার শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরি। তাঁর কাজে সহযোগিতা করলেন স্বামী শ্রাবণ বাউরি।
চন্দনার অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত প্রধান কোনও কাজ করে না। বারবার আবেদন করলেও বেহাল অবস্থায় পড়ে রয়েছে বাড়ির সামনের রাস্তা। সেকারণে নিজেই মাথায় করে পাথর নিয়ে রাস্তায় ফেললেন। আর বেলচা করে পাথর তোলার কাজ করলেন শ্রাবণ। যদিও তৃণমূলের দাবি, শুধুই প্রচারের জন্য এই কাজ করছেন বিজেপি বিধায়ক।
চন্দনার অভিযোগ, বাড়ির সামনে দিয়ে যে রাস্তা রয়েছে তার অবস্থা বেহাল। ওই রাস্তা দিয়েই আশপাশের কয়েকটি গ্রামের যাতায়াত। বর্ষায় রাস্তা ভেঙে যাওয়ায় যাতায়াতের ক্ষেত্রে বেশ সমস্যায় পড়তে হচ্ছে। সেকারণে একাধিকবার স্থানীয় পঞ্চায়েতের কাছে রাস্তা সারানোর জন্য আবেদন করা হলেও কোনও উদ্য়োগ নেওয়া হয়নি। বাধ্য হয়েই তিনি মেরামতের কাজে নেমেছেন।
Read More- রাজ্যের ১৬ টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ রাজ্যপাল সিভি আনন্দ বোসের
এবিষয়ে চন্দনার বক্তব্য, "আমি বিধায়ক তহবিলের টাকা দিয়ে রাস্তা মেরামতের চেষ্টা করেছিলাম। কিন্তু শাসক দলের চাপে স্থানীয় প্রশাসন সেই কাজ করতে দেয়নি।"
এদিকে তৃণমূলের বক্তব্য, পথশ্রী প্রকল্পে ওই রাস্তার জন্য অর্থ বরাদ্দ হয়েছে। কাজও শুরু হয়েছে।