কারোর কারোর আজ অখণ্ড অবসর। গোতা দিনটাই রাখা আছে ভাইফোঁটা উদযাপনের জন্য। কারোর আবার দম ফেলার ফুরসত নেই। এই যেমন জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ শিল্পীদের। ওদের জন্যই একটু অন্যরকম ভাবনা ভাবল বরাইচণ্ডীতলা জগদ্ধাত্রী পুজো কমিটি।
ভাইফোঁটার সকালে সকল মণ্ডপ শিল্পীদের বসিয়ে ফোঁটার আয়োজন করল পুজো কমিটি। মণ্ডপের সামনেই বসল ভাইফোঁটার আসর। উদযাপনে যেন কেউ বাদ না পড়ে, এই ভাবনা থেকেই এমন উদ্যোগ। শিল্পীদের অনেকেই পরিবারের থেকে দূরে রয়েছেন এই মুহূর্তে। কেউ কাছে থেকেও হয়তো উদয়াস্ত খাটছেন বলে সময় বের করে উঠতে পারেননি। কিন্তু তা বলে উৎসবের ভাগ পাবেন না, তা কী করে হয়?
এই ভাবনা থেকেই গণ ভাইফোঁটার আয়োজন। প্রদীপ জ্বেলে ওঁদের মঙ্গল কামনা করলেন বোন, সঙ্গে মিষ্টিমুখ করানোও হল শিল্পী ভাইদের।