রীতি ভেঙে এই প্রথম দশমীর পরিবর্তে একাদশীতে বিসর্জন ও শোভাযাত্রা চন্দননগরের জগদ্ধার্থী পুজোয়। বৃহস্পতিবার শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে ৬২টি বারোয়ারি পুজো কমিটি। সন্ধে নামতে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়।
উত্তরাঞ্চল সর্বজনীন, পালপাড়া সর্বজনীন, বড় কালীতলার আলোকসজ্জায় ফুটে উঠেছে একাধিক থিম। বিসর্জন ও শোভাযাত্রাকে কেন্দ্র করে আলোয় ভাসছে চন্দননগর। শোভাযাত্রাকে নির্বিঘ্নে সম্পন্ন করতে কড়া পুলিশি নিরাপত্তাও মোতায়েন করা হয়েছে।