বাংলাকে তথা গোটা ভারতকে আরও একবার গর্বিত করলেন চন্দননগরের মেয়ে পিয়ালি বসাক (Piyali Basak) । এভারেস্টের পর এবার লোৎসে (Lhotse) জয় করলেন পিয়ালি (Piyali Summit Lohtse) । একসঙ্গে দুটি শৃঙ্গ জয়ের লক্ষ্যেই বাড়ি থেকে বেরিয়েছিলেন । লক্ষ্য পূরণও করলেন বঙ্গকন্যা ।
অতিরিক্ত অক্সিজেনের সাহায্য ছাড়া এভারেস্ট-লোৎসে জোড়া শৃঙ্গ অভিযান লক্ষ্য ছিল বঙ্গকন্যার । ২২ মে অতিরিক্ত অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয় করেন পিয়ালি । এরপর, লক্ষ্য ছিল পৃথিবীর চতুর্থ উচ্চতম শৃঙ্গ লোৎসে জয় । এর উচ্চতা ৮৫১১ মিটার । সোমবার সকাল ১১ টা নাগাদ ক্যাম্প ফোর থেকে বেরিয়েছিলেন পিয়ালি । খারাপ আবহাওয়ার জন্য ৮৪৫০ মিটার উচ্চতায় পৌঁছে বাকি পথটুকু অক্সিজেন সিলিন্ডার ব্যবহারে বাধ্য হন তিনি । মঙ্গলবার সন্ধ্যায় পিয়ালি লোৎসে জয় করেন ।
দেশের প্রথম মহিলা হিসেবে অক্সিজেনের সাহায্য ছাড়া গত অক্টোবরে ধৌলগিরি শৃঙ্গ জয় করেন পিয়ালি । এরপর এভারেস্টের জন্যই প্রস্তুতি নিচ্ছিলেন পিয়ালি । কিন্তু, তাঁর লক্ষ্যপূরণের পথে বাঁধা হয়ে দাঁড়ায় অর্থ । বাবা অসুস্থ । বাড়িতেই থাকেন । ফলে সংসারের দায়িত্ব ছিল পিয়ালির কাঁধেই । কিন্তু, তাঁর স্বপ্নপূরণের জন্য দরকার ছিল ৩৫ লাখ টাকা । বাড়ি বন্ধক রেখে এবং নিজের যাবতীয় সঞ্চয় একত্র করে কোনওরকমে ১৮ লাখ টাকা জোগাড় করেছিলেন । এরপর ফেসবুকে সাহায্য চেয়ে আর এজেন্সি মারফৎ বাকি টাকা জোগাড় করেন তিনি । তাঁর পরিবার চাইছে, এবার অন্তত তাঁদের মেয়ের পাশে দাঁড়াক সরকার ।