বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় মন্ত্রীর 'ঠুমকা' মন্তব্যের বিরুদ্ধে রাজ্য বিধানসভায় প্রতিবাদে নেমেছিল তৃণমূল কংগ্রেস । এদিন, বিধানসভার পাশাপাশি কলকাতার হাজরা মোড়েও চলল শাসকদলের বিক্ষোভ কর্মসূচি । কপালে ধিক্কার লিখে, গলায় পোস্টার ঝুলিয়ে প্রতিবাদ জানালেন রাজ্যের দুই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং শশী পাঁজা। শুধু তাই নয়, ঠুমকা-র পাল্টা টুসুর সুরে নেচে প্রতিবাদ জানালেন তাঁরা ।
উল্লেখ্য, কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাচকে ঠুমকা বলে কটাক্ষ করেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। এই মন্তব্যের প্রতিবাদে এদিন উত্তপ্ত হয় বিধানসভা । অন্যদিকে, মন্ত্রীর এমন মন্তব্যের বিরুদ্ধে এদিন দুপুরে আদিবাসী ভঙ্গিতে নাচে নাচেই প্রতিবাদ জানালেন চন্দ্রিমা ভট্টাচার্য এবং শশী পাঁজা-সহ তৃণমূল কংগ্রেসের মহিলা সদস্যরা । তাঁদের দাবি, কেন্দ্রীয় মন্ত্রীকে ক্ষমা চাইতে হবে, তা না হলে আন্দোলন আরও তীব্র হবে । তৃণমূলের অভিযোগ, বারবার মহিলাদের উদ্দেশে অপমানজনক মন্তব্য করেন কেন্দ্রের মন্ত্রীরা, সেটা মেনে নেওয়া যায় না ।
বুধবার সকালে লোকসভার অধিবেশনের ফাঁকে ঠুমকা মন্তব্য করেন গিরিরাজ সিং । তিনি বলেন, "গোটা বাংলা যখন দুর্নীতিতে আক্রান্ত, তখন মুখ্যমন্ত্রী মঞ্চে ‘ঠুমকা’ নাচছেন ।" তাঁর এই মন্তব্যের পর থেকে সমালোচনার ঝড় বইছে ।