আমূল পরিবর্তন আসতে চলেছে রাজ্যের শিক্ষাব্যবস্থায়। বদলে যেতে চলেছে পঠনপাঠনের ধাঁচ। শোনা যাচ্ছে, এরপর একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষাও হবে সেমেস্টার সিস্টেমে। অর্থাৎ ২ বছরে মোট ৪ টি সেমেস্টার হবে। সূত্র মারফত আরও খবর, এই ভাবেই মূল্যায়ণ হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষারও। প্রশ্নে বাড়িয়ে দেওয়া হতে পারে MCQ এর সংখ্যা।
Postpartum Depression: মাতৃত্বকালীন অবসাদের ওষুধ! আমেরিকায় অনুমোদন দিল এফডিএ
তবে কোন শিক্ষাবর্ষ থেকে এই নিয়ম লাগু হবে, সেবিষয়ে এখনও কিছুই জানা যায়নি। এই নতুন নিয়ম কার্যকর হলে , দ্বাদশের দুটি সেমেস্টারের ভিত্তিতে হবে উচ্চমাধ্যমিকের মূল্যায়ণ। দুটি পরীক্ষার নম্বর যোগ্য করে, তৈরী হবে রেজাল্ট। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি হিসেবে চিরঞ্জীব ভট্টাচার্য দায়িত্ব নেওয়ার দিনই উচ্চমাধ্যমিক সেমিস্টারে আনার ইচ্ছা প্রকাশ করেছিলেন।