ছেলেধরা সন্দেহে এক মহিলা ও তাঁর সঙ্গীকে গণধোলাই। বুধবার বারাসতে নতুন করে উত্তেজনা। পুলিশের গাড়ি ভাঙচুর করার অভিযোগ বিক্ষুব্ধ জনতার বিরুদ্ধে। লাঠিচার্জও করতে হয় পুলিশকে। গুজব ছড়ানো ও মোবাইলে ঘটনার ছবি তোলার অভিযোগে বেশ কয়েকজনকে আটকও করেছে পুলিশ।
সম্প্রতি কাজিপাড়ায় ১১ বছরের বালককে শ্বাসরোধ করে খুনের ঘটনায় অগ্নিগর্ভ হয় এলাকা। পুলিশি হস্তক্ষেপের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ সূত্রে খবর, বারাসত জুড়ে ছেলে চুরির গুজব ছড়ানো হয়।
স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে বারাসত কামাখ্য মন্দির সংলগ্ন এলাকায় অটোয় উঠতে যান এক মহিলা। সঙ্গে আরও একজন ছিলেন। আচমকা তাঁকে ছেলেধরার তকমা দিয়ে মারধর শুরু করে উত্তেজিত জনতা। গণপিটুনির খবর পেয়েই এলাকায় আসে পুলিশ। বিক্ষুব্ধ জনতা পুলিশের উপরেই পাল্টা চড়াও হয়। রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করে পুলিশ।