তৃণমূল কর্মীদের একে অন্যের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট। তার জেরেই বৃহস্পতিবার রাতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হাওড়ার ডোমজুড়। শাসক দলের দুই বিধায়কের অনুগামীদের বচসায় পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। বচসা থেকে হাতাহাতি শুরু হয় তাঁদের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষপর্যন্ত এলাকায় আসে বিশাল পুলিশবাহিনী। এলাকায় মোতায়েন করা হয় র্যাফ।
জানা গিয়েছে, বিধায়ক কল্যাণ ঘোষের অনুগামী বলে পরিচিত এক ব্যক্তি ফেসবুক পোস্টে জগৎবল্লভপুর বিধানসভা এলাকায় আইপ্যাক কর্মীদের তথ্য সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগ তোলেন। এরপর পাল্টা পোস্ট করেন জগৎবল্লভপুরের বিধায়কের ঘনিষ্ঠ বলে পরিচিত এক তৃণমূল কর্মী। সেই পোস্টে নাম না করে বিধায়ক তথা হাওড়া সদরের তৃণমূল সভাপতি কল্যাণ ঘোষকে ‘তোলাবাজ’ বলে অভিযোগ করা হয়। যদিও কোনও ফেসবুক পোস্টেরই সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা। এরপর তৃণমূলের ওই দুই পক্ষ একে অন্যের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে গেলে সেখানেই সংঘর্ষ বাধে। পুলিশের বিশাল বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও বিধায়ক কল্যাণ ঘোষ এবং সীতানাথ ঘোষ এই গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করেছেন।