রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে। অভিযোগ, রোগী মৃত্যুর কারণে রোগীর পরিবার চিকিৎসকদের উপর হামলা করে। চলে ধাক্কাধাক্কি। সেই সময় পরিস্থিতি সামাল দিতে গিয়ে আহত হয়েছেন একজন পুলিশ কর্মী এবং দু'জন স্বাস্থ্যকর্মী।
মৃতের নাম রঞ্জনা সাউ। বয়স ৩৬ বছর। রোগীর পরিজনদের অভিযোগ, এদিন শ্বাসকষ্টের সমস্যা নিয়ে রোগীকে হাসপাতালে নিয়ে গেলে কোনও রকম চিকিৎসা হয়নি। দীর্ঘক্ষণ সেখানে বিনা চিকিৎসায় ফেলে রাখা হয়। ক্রমেই রোগীর অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে। এরপর স্বাস্থ্যকর্মী অক্সিজেন দেওয়ার চেষ্টা করেন। কিন্তু লাভ হয়নি। এরপর মৃত্যু হয় রোগীর।
অন্যদিকে, আক্রান্ত হাসপাতালের স্বাস্থ্য কর্মীদের অভিযোগ, রোগী মৃত্যুর পরেই রোগীর পরিজনেরা চিকিৎসকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন, চিকিৎসকদের ধাক্কাধাক্কি করা হয়। তাঁরা এগিয়ে গেলে আহত হন। এমনকি একজন পুলিশ কর্মী ও আহত হয়েছেন বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, উত্তেজনা শান্ত করতে গিয়ে তাঁদেরও ওই কর্মী হাতে আঘাত পেয়েছেন।