শহুরে জীবনে মহাসমারোহে দুর্গা পুজোর আয়োজন হলেও ছোট ছোট আঞ্চলিক ধর্মীয় রীতি রেওয়াজের চল প্রায় নেই বললেই চলে। সেরকমই এক উৎসব চাপড়া ষষ্ঠী (Chapra Shashthi)। সন্তানের মঙ্গল কামনায় প্রতি বছর ভাদ্র মাসের শুক্ল ষষ্ঠী তিথিতে সুবর্ণরেখা (Subarnarekha) নদীর তীরে এই ষষ্ঠী উদযাপন হয়
গোপীবল্লভপুরের সুবর্ণরেখা নদী তীরবর্তী গ্রামগুলোতে মহিলারা মহা সমারোহে পালন করলেন চাপড়া ষষ্ঠী। বর্গীডাঙা,নয়াবাসান, খুন্তি মোড়ে ,সামাদী,পিড়াশিমূল, আলমপুর, ভট্টগোপালপুর সহ একাধিক গ্রামের মহিলারা নদী তীরে অস্থায়ী ভাবে কলাগাছ,হলুদগাছ,বাঁশ গাছ, দধি তৈরির মন্থন দন্ড সহ একাধিক উপাচার প্রতিস্থাপন করে ব্রত পালন করেন।
নারকেলের পাতার খিল দিয়ে নৌকা তৈরি করে পুজোর শেষে নৌকা ভাসিয়ে দেন। সুবর্ণরেখা নদীর জলে অর্ঘ নিবেদন করেন মহিলারা। একই উৎসবের অনেক নাম, কেউ বলেন অক্ষয় ষষ্ঠী, কেউ আবার বলেন মন্থন ষষ্ঠী।