আসানসোলের ওয়াক্স মিউজিয়ামে চার্লি চ্যাপলিন। শিল্পী সুশান্ত রায় এই মূর্তি নির্মাণ করেছেন। মূর্তিটি এতটাই প্রাণবন্ত, প্রশংসা করছেন দর্শনার্থীরা। মহান অভিনেতার মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতেই এই মূর্তি তৈরি করা হয়েছে।
শিল্পী সুশান্ত রায় জানিয়েছে, এই মূর্তি নির্মাণ করতে তাঁর ২০ দিন সময় লেগেছে। চলচ্চিত্রে অভিনয় করার সময় হ্যাট, কালো কোর্ট, প্যান্ট, লাঠি। সবই আছে সুশান্ত রায়ের এই চার্লি চ্যাপলিনের মূর্তিতে। বড়দিনে এই মূর্তি আসানসোলের ওয়াক্স মিউজিয়ামে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
আরও পড়ুন: 'প্রজাপতি' নিয়ে শাসকদলকে কটাক্ষ দিলীপ ঘোষের, পাল্টা যুক্তি ফিরহাদের
আসানসোলে আরও অনেক মূর্তি তৈরি করেছেন শিল্পী সুশান্ত রায়। মানুষের চাহিদার কথা মাথায় রেখে আরও মূর্তি তৈরি করতে চান তিনি। জানিয়েছেন, মিস্টার বিনের মূর্তির চাহিদাও অনেক।