সারি সারি ছাতা মাথায় একপাশে দাঁড়িয়ে প্রচুর মানুষ। মাঠের মাঝে বাজছে ধামসা-মাদল। আর তারই তালে তালে ছৌ-এর পোশাকে নেচে উঠছেন শিল্পীরা। এবার উৎসবে ছৌ-নাচের নতুন পালা করোনাসুর বধ। পুজোর আগে তারই প্রস্তুতি চলছে পুরুলিয়া ঝালদার পিলোই গ্রামে।
জানা গিয়েছে, গত দু'বছর করোনার কারণে কার্যত ঘরে বসেই দিন কাটাতে হয়েছে পুরুলিয়ার ছৌ-নাচের দলগুলিকে। তবে এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। এখন থেকেই অল্প-বিস্তর বুকিং শুরু হয়ে গেছে। এবার ছৌ-শিল্পীদের নতুন পালা করোনাসুর বধ।
আরও পড়ুন- Kolkata Duga Puja Rally: ইউনেসকো-কে শ্রদ্ধাজ্ঞাপন, দুর্গাপুজোর পদযাত্রা নিয়ে আবেগে ভাসছে তিলোত্তমা
বিশ্বের দরবারে বাংলার ছৌ-নাচ বেশ জনপ্রিয়। আর এই ছৌ-নাচকে বিশ্বের দরবারে পরিচিতি ঘটিয়েছেন পুরুলিয়ার শিল্পীরা। এই ছৌ-নাচে সবথেকে গুরুত্বপূর্ণ তাঁদের পোশাক এবং মুখোশের আলাদাই মাহাত্ম্য।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাজ্যের তরফ থেকে তাঁদেরকে জিআই সার্টিফিকেট তুলে দেওয়া হল। এদিন ৩১ জন শিল্পী এই সম্মান গ্রহণ করেন।