বাড়ছে মুরগির মাংসের দাম। কলকাতা ও অধিকাংশ জেলায় দাম ২০০ টাকা ছাড়িয়েছে। সামনেই বড়দিন আর তারপরেই নতুন বছর। ফলে পিকনিকের আমেজ রাজ্যজুড়ে। তারই মাঝে দাম বৃদ্ধি পাওয়ায় নাজেহাল ক্রেতারা।
গত সপ্তাহে মুরগির মাংসের দাম ছিল ১৮০ থেকে ১৯০ টাকার আশপাশে। চলতি সপ্তাহে দাম বেড়ে হয়েছে ২০০ টাকা থেকে ২৪০ টাকা। ব্যবসায়ীরা জানিয়েছেন, সামনেই বড়দিন এবং উৎসবের মরশুম। ফলে চাহিদা বেড়েছে। সেকারণে দামও কিছুটা বৃদ্ধি পেয়েছে।
যদিও মাটনের দামে খুব একটা তারতম্য হয়েছে। উৎসবের মরশুমেও ৬৫০ থেকে ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে খাসির মাংস। তবে শরীরের কথা ভেবে চিকেনের চাহিদাই বেশি।