অখিল-মন্তব্য়ে এবার রাজ্য়বাসীর কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সোমবার নবান্নে তিনি জানিয়েছেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে রাজ্যের মন্ত্রী অখিল গিরি যে মন্তব্য় করেছেন, তার ধিক্কার জানাচ্ছেন। মুখ্যমন্ত্রী জানান, রাষ্ট্রপতি খুব সুন্দর মহিলা। তাঁকে নিয়ে মন্তব্য করে অখিল অন্যায় করেছেন। বিধায়কের হয়ে তিনি ক্ষমা চাইছেন। দুঃখপ্রকাশ করছেন।
প্রসঙ্গত নন্দীগ্রামের সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে রাষ্ট্রপতি সম্পর্কে কটুক্তি করেছিলেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। ইতিমধ্যে এই ঘটনায় তিনি ক্ষমাও চেয়েছেন। কিন্তু তাতেও চিঁড়ে ভেজেনি। নন্দীগ্রাম থেকে নয়াদিল্লি অখিলের বিরুদ্ধে এফআইআর হয়েছে। জাতীয় মহিলা কমিশনের কাছে চিঠিও গিয়েছে। এমনকী, স্বয়ং রাষ্ট্রপতিকে চিঠি লিখেও ক্ষমা চাওয়া আশ্বাস দিয়েছেন অখিল গিরি।
রাষ্ট্রপতি সম্পর্কে কটুক্তির পর মন্ত্রিসভা থেকে অখিল গিরিকে বরখাস্ত করার দাবি জানিয়েছে বিরোধী দল বিজেপি। রাজ্যের মন্ত্রীকে গ্রেফতার দাবিতে সরব বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী।