তাঁর দলের লোক হলে তিনি টেনে চারটে থাপ্পড় মারতেন। সোমবার পুরুলিয়ায় (Purulia) প্রশাসনিক বৈঠকে জেলাশাসকের (Dm) কাজে এভাবেই ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। এদিন পুরুলিয়ায় প্রশাসনিক বৈঠকে জেলার এক তৃণমূল (Tmc) নেতা অভিযোগ করেন, স্থানীয় ইটভাটা থেকে সরকার যে টাকা আদায় করে তার কোনও হিসাব পাওয়া যায় না। ওই নেতার অভিযোগ, সেগুলি নাকি গুটি কয়েক জনের পকেটেই চলে যায়।
তৃণমূল নেতার এই অভিযোগের পরেই পুরুলিয়ার জেলাশাসককে কার্যত চেপে ধরেন মুখ্যমন্ত্রী। সপাটে তাঁকেই পাল্টা প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী। তারপরেই যোগ করেন, ‘‘এত কিছু দিচ্ছি মানুষকে, তবু কয়েকজন এত লোভী কেন হয়ে গিয়েছে। আর কত চাই? আমার পার্টির লোক হলে আমি টেনে চারটে থাপ্পড় মারতাম। তাদের আমি সবসময় শাসন করি।’’
আরও পড়ুন : পুরুলিয়াতেও ভূমি রাজস্ব দফতরের কাজে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর
এর আগেই অবশ্য জেলার ভূমি রাজস্ব দফতরের উপর নিজের ক্ষোভ উগড়ে দেন মুখ্যমন্ত্রী। সাফ জানিয়েদেন, কোনও ভাবেই আদিবাসীদের জমি অন্যদের নামে করা যাবে না। যদি এই ঘটনায় কোনও বিএলআরও গাফিলতি ধরা পড়ে, তা-হলে তাঁর বিরুদ্ধেও এফআইআর করতে নির্দেশ দিয়েছেন মুখ্য়মন্ত্রী।
এদিন পুরুলিয়ায়ি প্রশাসনিক মঞ্চে এমন বেশ কিছু পরিবারকে হাজির করা হয়, যাঁদের অভিযোগ ব্লক ভূমি রাজস্ব দফতরের বিরুদ্ধে। তাঁদের মুখ থেকেই অভিযোগের কথা শোনেন মুখ্যমন্ত্রী। এবং বলরামপুর থানার আইসিকে এই ব্যাপারে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ, যে দুটি জায়গা থেকে বেআইনি ভাবে টাকা চাওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এর পাশাপাশি পুরুলিয়া জেলায় উন্নয়নের কাজ থমকে কেন, তা নিয়েও এদিন প্রশ্ন তোলেন মুখ্য়মন্ত্রী। জেলা প্রশাসনের কাছে তাঁর প্রশ্ন, কেন গত চার-পাঁচ বছর ধরে থমকে পুরুলিয়া, বাগমুন্ডির স্টেডিয়ামের কাজ। জেলা শাসকের আশ্বাস, এই বছরের অগাস্ট মাসের মধ্যেই স্টেডিয়ামের কাজ শেষ হবে।