একই মাসে পর পর ফলপ্রকাশ হল তিন বড় পরীক্ষার। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর শুক্রবার প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। কৃতীদের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর পরীক্ষার্থীর সংখ্যা ১ লক্ষ ২৬ হাজার ৯১৬। পরীক্ষায় বসেছিলেন ৯৭, ৫২৪ জন । সাফল্যের হার ৯৯.০৪ শতাংশ । এর মধ্যে রাজ্যের উচ্চ মাধ্যমিক বোর্ড থেকে সফল ৫৩%। কৃতীদের মধ্যে ২৭.৫ % মেয়ে। পাশাপাশি মাধ্যমিক উচ্চমাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের বিশ্ববাংলা মেলা ১ লা জুন দেওয়া হবে সংবর্ধনা, উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
গত দু'বছর করোনার জেরে এই অনুষ্ঠান বন্ধ ছিল। পুনরায় সব স্বাভাবিক হতেই এবছর মিলন মেলা প্রাঙ্গনে রাজ্য সরকারের তরফে এই সংবর্ধনা দেওয়া হবে। এবার মেধাতালিকায় জয়জয়কার সিবিএসই বোর্ডের । জয়েন্টে প্রথম ও দ্বিতীয় সিবিএসই-র । প্রথম দশে জায়গা করে নিয়েছেন মোট ৬ জন । আইসিএসই থেকে রয়েছেন মাত্র একজন । প্রথম দশে রাজ্য বোর্ড থেকে জায়গা করে নিয়েছেন মাত্র ৩ জন । তবে, সাফল্যের নিরিখে রাজ্য বোর্ডই এগিয়ে রয়েছে ।