মেলার আয়োজন খতিয়ে দেখতে বুধবার গঙ্গাসাগর যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দু দিনের সফরে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। গত দু বছর করোনার জেরে সেভাবে মেলার আয়োজন করা সম্ভব হয়নি। অনের বিধি মেনেই গঙ্গাসাগর সম্পন্ন করতে হয়েছিল। কিন্তু এবার আশা করা হচ্ছে প্রায় ৬০ থেকে ৭০ লক্ষ পূর্ণ্যাথী এবার সাগরে আসবেন। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং গোটা মেলার আয়োজন খতিয়ে দেখতেই বুধবার সাগর সফরে মুখ্যমন্ত্রী। এই সফরে কপিল মুনির আশ্রম এবং ভারত সেবাশ্রম সংঘে যাবেন মমতা। উদ্বোধন করবেন নতুন হেলিপ্যাডের। সমস্ত প্রস্তুতি পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখতে গঙ্গাসাগরে রাত্রিবাসও করবেন তিনি।
তবে সাগরে এবার অন্য চিন্তা প্রশাসনের। আর তার নাম ভাঙন। বিশেষ করে, কপিলমুনির আশ্রমের সামনের অনেকটা অংশ এবার ভাঙনের কবলে। মমতার সফরের আগে, সেই অংশ অবশ্য যুদ্ধকালীন তৎপরতায় সারানোর কাজ চলছে। মূলত বালির বস্তা মেলে চলছে মেরামতির কাজ। পুরোটাই করছে রাজ্য সরকার। কপিল মুনির আশ্রমের অভিযোগ, এই কাজে নেই কেন্দ্রের কোনও সাহায্য নেই।
সরকার আগেই সাগর মেলাকে প্লাস্টিক মুক্ত মেলা হিসাবে ঘোষণা করেছেন। মেলা চলাকালীন যাতে সিঙ্গল ইউজ প্লাস্টিকের কোনও ব্যবহার না হয়, সেটা নিশ্চিত করতে কাজ শুরু করে দিয়েছে স্থানীয় প্রশাসন। সচেতনতার প্রচার থেকে প্লাস্টিক বাজেয়াপ্ত করা, সবটাই চলছে যুদ্ধকালীন তৎপরতায়।