আগামী বছর ২২ জানুয়ারি উত্তরপ্রদেশের অযোধ্যায় রামমন্দিরে উদ্বোধন হতে চলেছে। তার ঠিক এক সপ্তাহ আগে পশ্চিমবঙ্গে হবে গঙ্গাসাগর মেলা। ওয়াকিবহাল মহলের দাবি, এবার সাগরের মেলায় পূণ্যার্থীদের ঢল নামবে। তারআগে, নতুন বছরের শুরুতেই সাগরের প্রস্তুতি খতিয়ে দেখতে যেতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সরকারি সূত্রে জানা গিয়েছে, নতুন বছরের দুই ও তিন তারিখ সেখানে গিয়ে মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে পারেন মুখ্যমন্ত্রী। গত কয়েক বছরে প্রতিবছরই মেলার আগে সেখান যান তিনি। এই বছর মকর সংক্রান্তিতে বসবে গঙ্গাসাগর মেলা। মেলা শুরু হবে ১২ থেকে ১৫ জানুয়ারি।
এর আগে আগামী ২৭ তারিখ নবান্নে বসছে গঙ্গাসাগরের প্রস্তুতি বৈঠক। ওই বৈঠক থেকেই কী ভাবে মেলা হবে, তার রূপরেখা তৈরি করে দেবেন মুখ্যমন্ত্রী। এই বৈঠকে থাকতে পারেন রাজ্য প্রথম সারির ১৫ মন্ত্রী। থাকবেন ১৮টি দফতরের সচিবরাও।
ইতিমধ্যে সাগরে শুরু হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রীর যাওয়ার প্রস্তুতি। সেচ দফতরের উদ্যোগে শুরু হয়েছে ড্রেজিংয়ের কাজ। সেচ মন্ত্রী পার্থ ভৌমিক জানিয়েছেন, মুখ্যমন্ত্রী যাওয়ার আগেই এই কাজ শেষ হবে। সাগরে দিয়ে মেলার প্রস্তুতি দেখার পাশাপাশি কপিল মুনির আশ্রমের মহন্তদের সঙ্গেও কথা বলবেন মুখ্যমন্ত্রী।