আগামী দোসরা নভেম্বর চেন্নাই যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তবে কোনও রাজনৈতিক সফরে নয়। রাজ্যপাল লা গণেশনের দাদার জন্মদিনে উপস্থিত থাকতে তাঁর এই সফর। ওই অনুষ্ঠানে বাংলার মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন-সহ একাধিক রাজনৈতিক নেতা। গত সোমবার মুখ্যমন্ত্রীর বাড়িতে কালীপুজোতে গিয়েছিলেন রাজ্যপাল লা গণেশন। সেখানেই তিনি মুখ্যমন্ত্রীকে চেন্নাই যাওয়ার জন্য আমন্ত্রণ জানান।
সোমবার কালীপুজোর রাতে সস্ত্রীক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে গিয়েছিলেন রাজ্যপাল লা গণেশন। মুখ্যমন্ত্রী তাঁর বাড়ি ঘুরিয়ে দেখান রাজ্যপালকে। মমতার বাড়ি দেখে নাকি চমকে যান রাজ্যপাল। নিজের বিস্ময় চেপে রাখতে না পেরে সরাসরি মুখ্যমন্ত্রীকে প্রশ্নও করে ফেলেন। রাজ্যপালের প্রশ্ন ছিল, এত ছোট জায়গার মধ্যে মুখ্যমন্ত্রী থাকেন কী ভাবে ? মমতার আতিথেয়তায় আপ্লুত রাজ্যপাল পরিবার।
জানা গিয়েছে, ওইদিন রাতেই মমতাকে চেন্নাই আসার জন্য নিমন্ত্রণ জানান রাজ্যপাল লা গণেশন। রাজ্যপালের আমন্ত্রণে সাড়াও দিয়েছেন মুখ্যমন্ত্রী। ৩ নভেম্বর রাজ্যপালের দাদার জন্মদিন। একদিন আগেই চেন্নাই যেতে পারেন তৃণমূল নেত্রী।