পাহাড় সফরে গিয়ে এবার খোশমেজাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জিটিএ-র শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার পর একটি ক্যাফের উদ্বোধনে আসেন তিনি। সেখানে রবীন্দ্রসঙ্গীত (Rabindra Sangeet) গাইলেন মুখ্যমন্ত্রী।
পাহাড়ে অশান্তি অনেকটাই কমেছে। জিটিএ-র শপথগ্রহণ অনুষ্ঠানে পাহাড়কে ভালবাসার বার্তা দিয়ে বেশ হালকা মেজাজে ছিলেন মুখ্যমন্ত্রী। দার্জিলিংয়ে আগত পর্যটকদের এই ক্যাফেতে ঘুরে যাওয়ার আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী। ওই ক্যাফের উদ্বোধনে ছিলেন অভিনেতা তথা গায়ক সাহেব চট্টোপাধ্যায়। সেখানে তাঁর অনুরোধেই রবীন্দ্রসঙ্গীতে গলা মেলান মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: নামকরণ করেছিলেন, এবার দার্জিলিংয়ে ক্যাফে হাউজের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
গতবার পাহাড় সফরে এসে এই ক্যাফের নামকরণ করেন মুখ্যমন্ত্রী। দার্জিলিংয়ে ক্যাফে হাউজ তৈরির প্রস্তাবও দেন তিনি। তৈরি করে দেন থিম সংও। তিন মাসের মধ্যে যুদ্ধকালীন তৎপরতায় এই রুফটপ ক্যাফে তৈরি করেন শিল্পপতি সত্যম রায় চৌধুরী। এদিন এই ক্যাফে হাউজের উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী বলেন, "কলকাতার কফি হাউজে মান্না দের গানের কথা মাথায় রেখেই দার্জিলিংয়ে ক্যাফে তৈরির কথা বলেছিলাম। কফির স্বাদের পাশাপাশি কলকাতা ও রাজ্য ও মাম-মাটি মানুষের স্বাদ পেতে এখানে আসতেই হবে।"