এই মাসের ২৬ তারিখ পাহাড়ে (Hill) হতে চলেছে জিটিএ নির্বাচন (Gta Election)। যেখানে ১০টি আসনে ইতিমধ্য়েই প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস (Tmc)। বিমল গুরুংরা (Bimal Gurung) এই নির্বাচনের প্রথমে বিরোধিতা করলেও, পরবর্তী সময়ে কার্যত পিছু হটেছে। ইতিমধ্যেই মোর্চায় ভাঙনের খবরও প্রকাশ পেয়েছে। এই আবহেই সোমবার তিন দিনের উত্তরবঙ্গ (North Bengal) সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। তবে পাহাড় নয়, তিনি যাবেন আলিপুরদুয়ারে (Aliporedure)।
দিন কয়েক আগেই পুরুলিয়া যাওয়ার আগে দুর্গাপুরে দাঁড়িয়েই উত্তরবঙ্গে যাওয়ার কথা জানিয়েছিলেন মমতা। এই সফরে আলিপুরদুয়ারে কর্মিসভা করার পাশাপাশি একটি গণবিবাহের অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। জানা গিয়েছে, সোমবার কলকাতা থেকে বাগডোগরা হয়ে আলিপুরদুয়ার যাবেন তিনি। মঙ্গলবার তাঁর কর্মিসভা রয়েছে। বুধবার স্থানীয় সুভাষিনী ফুটবল মাঠে ওই গণবিবাহের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্য়মন্ত্রী।
তবে উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে নবান্নে রয়েছে মন্ত্রিসভার বিশেষ বৈঠক। ১০ জুন থেকে বিধানসভায় শুরু হচ্ছে বাদল অধিবেশন। তার আগে মন্ত্রিসভার এই বৈঠককে বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। মূলত বিধানসভায় সরকারের ভূমিকা কী হবে, তা নিয়ে আলোচনা হতে পারে এই মন্ত্রিসভার বৈঠকে। কারণ, দুটি শিক্ষাসংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ বিল এই অধিবেশনেই পাশ করাবে সরকার। তারমধ্যে একটি বিল হল মুখ্যমন্ত্রীকে আচার্য করার সুপারিশ।