IMA-সহ সব মেডিক্যাল-সহ সব চিকিৎসক সংগঠগুলির সঙ্গে বৈঠকে বসতে চায় রাজ্য সরকার । সোমবারই বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ । রবিবার এই সংক্রান্ত একটি ইমেল পাঠানো হয়েছে সংগঠনগুলিকে । ইমেলে জানানো হয়েছে, সোমবার দুপুর সাড়ে ১২টায় স্বাস্থ্যভবনে বৈঠক হবে । প্রত্যেক সংগঠন থেকে দু'জন প্রতিনিধি থাকতে পারবেন বৈঠকে । কারা বৈঠকে থাকবেন তাঁদের নাম ইমেল করে জানাতে হবে ।
উল্লেখ্য, টানা ৯দিন ধরে অনশনে জুনিয়র ডাক্তাররা । ইতিমধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন তিনজন চিকিৎসক । বাকি অনশনকারীদের শারীরিক অবস্থারও অবনতি হচ্ছে । এছাড়া. রাজ্যজুড়ে বিভিন্ন মেডিক্যাল কলেজেও চলছে প্রতীকি অনশন । রাজ্যের অচলাবস্থা কাটাতে সোমবার বৈঠকের ডাক দেওয়া হয়েছে ।
আগেও চিকিৎসক-সরকারের একাধিক বৈঠক হয়েছে । কিন্তু, নিটফল শূন্য । জট তো কাটেইনি, উল্টে অনশনের মতো বড় সিদ্ধান্ত নিয়েছেন জুনিয়র চিকিৎসকরা । তাঁদের পাশে দাঁড়িয়ে গণইস্তফা দিয়েছেন সিনিয়র চিকিৎসকরাও । তবে, সোমবারের ডাকা বৈঠক কি ফলপ্রসূ হবে? জট কি কাটবে ? সেদিকেই তাকিয়ে সব মহল ।