অ্যাডিনোভাইরাসের দাপটের মধ্যেই নিউমোনিয়ার প্রকোপ। রোজই বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। মঙ্গলবার সকালে ফের পাঁচ শিশুর মৃত্যুর খবর সামনে এল। মৃতদের মধ্যে ৩ জন শিশু ভর্তি ছিল বি সি রায় হাসপাতালে।
বাকি দুই শিশুর মৃত্যু হয়েছে কলকাতা মেডিক্যাল কলেজের মাদার অ্যান্ড চাইল্ড হাবে। মৃতদের মধ্যে একটি শিশু অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হয়েছিল বলে দাবি পরিবারের। এই নিয়ে গত তিনদিনে মোট ১০টি শিশুর মৃত্যু হয়েছে। যা নিয়ে স্বাভাবিক ভাবেই বাড়ছে উদ্বেগ।
আরও পড়ুন- ভয় বাড়াচ্ছে অ্যাডিনোভাইরাস, হাজিরা কমছে স্কুলে
কোভিড পরবর্তী সময়ে নতুন করে ভয় বাড়াচ্ছে অ্যাডিনোভাইরাস। মূলত পাঁচ বছর পর্যন্ত বয়সের শিশুরাই এই অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হচ্ছে। গত দু’মাসে রাজ্যে অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হয়ে ১৫জন শিশুর মৃত্যু হয়েছে।