বিস্কুট কিনতে বেরিয়ে প্রায় ৫০ ঘণ্টা পর পড়শির বাড়ির ছাদ থেকে উদ্ধার হল পাঁচ বছরের শিশুর দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল বীরভূমের শান্তিনিকেতনের মোল্লাপাড়া। ওই পড়শির বিরুদ্ধে শিশুকে অপহরণ করে খুন করার অভিযোগ করা হয়েছে। সকালে অভিযুক্তের বাড়িতে হামলা চালায় এলাকার বাসিন্দারা।
জানা গিয়েছে, শম্ভু ঠাকুর ও মমতা ঠাকুরের দুই ছেলের মধ্যে শুভমই ছোট। কর্মসূত্রে বেশিরভাগ সময়ই শম্ভুকে দোকানেই কাটাতে হয়। গত রবিবার বাড়িতে বেরিয়ে সামনের দোকানে বিস্কুট কিনতে গিয়েছিল শুভম। তারপর থেকে আর বাড়ি ফেরেনি। অনেক খুঁজেও শুভমের খোঁজ পাওয়া যায়নি। শান্তিনিকেতন থানার পুলিশকে খবর দেওয়া হয়। বিশাল পুলিশ বাহিনী এসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাগাতার তল্লাশি চালালেও খোঁজ মেলেনি শুভমের।
মঙ্গলবার সকালে এক পড়শির বাড়ির ছাদ থেকে শিশুর মৃতদেহ উদ্ধার হয়। এর পরই অভিযুক্তের বাড়িতে চড়াও হয় উত্তেজিত জনতা। বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ করা হয়েছে। দুই পরিবারের মধ্যে সমস্যা ছিল বলে জানা গিয়েছে।