সোমবার সকাল । আর পাঁচটা দিনের মতো ব্যস্ততার মধ্যে বাড়ি কাজকর্ম সারা হচ্ছিল । কিন্তু, হঠাৎ-ই তাতে তাল কাটল । বাড়ির কাজের জন্য কুয়ো (Well) থেকে জল তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ হয়ে গেল বাড়ির সদস্যের । প্রথমে কুয়োতে স্কুলব্যাগ ভেসে উঠতে দেখেন তিনি, তারপর সেটা তুলে আনতেই দেখা গেল, ব্যাগের ভিতর একটি শিশুর দেহ (Child's body recovered from well) । জলপাইগুড়ির (Jalpaiguri) অরবিন্দ এলাকার ঘটনা । এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।
স্থানীয় সূত্রে খবর, অরবিন্দনগর এলাকার বাসিন্দা তাপসী সাহার বাড়িতে ওই শিশুর দেহটি উদ্ধার হয়েছে । পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । পুলিশের প্রাথমিক অনুমান, অন্তত ২-৩ দিন আগে শিশুর দেহ ব্যাগে ভরে কুয়োর জলে ফেলে দেওয়া হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট এলে বিষয়টি পরিষ্কার হবে । পুলিশ বাড়ির সদস্যদের জিজ্ঞাসাবাদ করেছে ।
আরও পড়ুন, Teacher death in Nandigram : ভুয়ো শিক্ষকের তালিকায় নাম, নন্দীগ্রামে শিক্ষিকার ঝুলন্ত দেহ উদ্ধার
স্থানীয়দের দাবি,পরিচিত কেউ শিশুর দেহ কুয়োয় ফেলে দিয়ে গিয়েছে । বাড়ির মালিক যখন বাড়ি থাকেন না, তখনই অভিযুক্ত এ কাজ ঘটিয়েছে বলে মনে করছেন স্থানীয়রা । কে এই কাজ ঘটিয়েছে, কেন ঘটিয়েছে, শিশুটির দেহ এখানে কীভাবে এল...গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ ।