শৌচাগারে জল নিয়ে খেলা করতে গিয়ে মৃত্যু হল দেড় বছরের শিশুর । মৃত শিশুর নাম জুয়েনা রাফা খাতুন । বাড়ির কাজে যখন সবাই ব্যস্ত ছিলেন, তখনই এমন দুর্ঘটনা ঘটে যায় । পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের বনপুর গ্রামের ঘটনা ।
জানা গিয়েছে, শিশুটির মা কাজে ব্যস্ত ছিলেন । বাড়িতে আর সকলের অলক্ষে কখন শৌচাগারে ঢুকে জল ঘাটতে শুরু করেছিল জুয়েনা, তা কেউই টের পায়নি । জল ঘাটতে গিয়ে জলভর্তি বালতিতে পড়ে যায় শিশুটি । বালতির মধ্যে মাথা নিচু এবং পা দুটো উপরের দিকে ছিল জুয়েনার । যখন বাড়ির লোকেরা টের পেলেন, ততক্ষণে সব শেষ ।
শৌচাগার থেকে শিশুটিকে সঙ্গে সঙ্গে মন্তেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু, চিকিৎসকেরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন । একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে মন্তেশ্বর থানার পুলিশ ।