সময় ভালো যাচ্ছে না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বুধবারেই তার বিরুদ্ধে FIR দায়ের করেছেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা৷ এবার শিশু সুরক্ষা কমিশনের নোটিশ পেলেন শুভেন্দু। অভিযোগ একটি শিশুর সম্পর্কে কুরুচিপূর্ণ টুইট করেছেন শুভেন্দু৷ তারই ভিত্তিতে নোটিশ পাঠানো হয় বিরোধী দলনেতাকে। বুধবার রাতেই তার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে বলে খবর। কমিশনের উপদেষ্টা অনন্যা চক্রবর্তী একথা জানিয়েছেন।
বিতর্ক দানা বাঁধে শুভেন্দুর ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে করা দুটি টুইট ঘিরেই। ‘‘কলকাতার এক হোটেলে বিশাল ধূমধামের আয়োজন হয়েছে। কয়লা ভাইপোর ছেলের জন্মদিনের পার্টিতে ৫০০ জন পুলিশ, বম্ব স্কোয়াড, গোয়েন্দা কুকুরের বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে। দরজায় মেটাল ডিটেক্টরও বসানো হয়েছে।’’
এই টুইটের ভিত্তিতেই নিজেকে 'এক জন মা' হিসেবে পরিচয় দিয়ে শিশু সুরক্ষা কমিশনে নালিশ ঠোকেন শিল্পী রায় নামের একজন মহিলা। তাঁর বক্তব্য একজন শিশু সম্পর্কে এই মন্তব্য মানা যায় না, তিনি জানান ‘‘রাজনীতির সঙ্গে একটি শিশুকে জড়িয়ে দেওয়া ঠিক নয়। এটা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। "