সেপটিক ট্যাঙ্ক থেকে ছয় বছরের শিশুর মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য কুলতলিতে। মৃত শিশুটির নাম রাজেশ মন্ডল বলে জানা গিয়েছে। পরিবারের তরফে খবর, বৃহস্পতিবার দুপুর থেকে আচমকাই নিখোঁজ হয়ে যায় শিশুটি। কিন্তু আত্মীয়-পরিজনরা এলাকায় খোঁজাখুঁজি শুরু করলেও হদিশ পেলেনি বলেই খবর।
অবশেষে কুলতলি থানার দ্বারস্থ হয় শিশুটির পরিবার। পুলিস ঘটনার তদন্ত নামে। ২৪ ঘন্টা পর শুক্রবার সকালে বাড়ির পাশের সেফটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হয় ওই শিশুটির দেহ। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ইতিমধ্যেই মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
আরও পড়ুন- Siliguri Murder Update: শিলিগুড়ি কাণ্ডে ২৪ ঘন্টা পর উদ্ধার বস্তাবন্দি দেহ, রেণুকার মাথার খোঁজে পুলিশ