সোমবারই ছিল বিশ্ব কন্যা দিবস। তার ২৪ ঘণ্টার মধ্যেই নিজের ২৫ দিনের কন্যাসন্তানকে কুয়োতে ফেলে দেওয়ার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। মঙ্গলবার এই ঘটনা শিলিগুড়ির সুকান্তনগরে। খবর পেয়ে ছুটে আসে দমকল। উদ্ধার করা হয় শিশুকন্যাকেও। কিন্তু ততক্ষণে সব শেষ। কোলে করে হাসপাতালে নিয়ে গিয়েছিল বাবা। ডাক্তাররা বললেন আর বেঁচে নেই তাঁর মেয়ে। অভিযুক্ত মা-কে গ্রেফতার করা হয়েছে।
সোমবার রাতে মেয়েকে পাশে নিয়ে শুয়েছিলেন বাবা নয়ন চক্রবর্তী। ভোরবেলায় চোখ খুলতে তিনি দেখেন পাশে মেয়ে নেই। শুরু হয় খোঁজ। এরই মধ্যে পরিবার দাবি করে মেয়েটির মা, কুয়োতে ফেলে এসেছেন ২৫ দিনের সন্তানকে।
প্রতিবেশীরা এই খবর জানতে পেরে খবর দেন দমকলকে। কুয়োয় নেমে শিশুকে উদ্ধারও করে দমকল কর্মীরা। এই ঘটনায় হতবাক সুকান্তনগরের বাসিন্দারা। প্রশ্ন উঠছে কেন ২৫ দিনের মেয়েকে কুয়োতে ফেলতে গেলেন মা? শিশুর পরিবারের অভিযোগ, তাঁদের বৌমা মানসিক অবসাদে ভুগছিলেন।
পেশায় গাড়িচালক নয়ন চক্রবর্তীও এমনই এক আশঙ্কা করেছিলেন। কারণ গত কয়েকদিন ধরেই নাকি তাঁর স্ত্রী মেয়েকে কুয়োতে ফেলে দেওয়ার হুমকি দিচ্ছিলেন। পড়শি হিসেবে একথা জানতেন বলেও দাবি করেছেন ওই এলাকার কাউন্সিলর দুলাল দত্ত।
মানসিক ভারসাম্যহীনতার কারণেই এই কাজ, নাকি এর পিছনে অন্য কোনও অভিসন্ধি। সুকান্ত নগরের ঘটনায় অভিযুক্ত মাকে গ্রেফতার করে তা খতিয়ে দেখছে পুলিশ।