করোনার (Corona) পাশাপাশি দেশজুড়ে এখন মাঙ্কিপক্স (Monkey Pox) আতঙ্ক । এরই মাঝে আবার নতুন ভাইরাসে (New Virus) আক্রান্ত হচ্ছেন শিশুরা । নতুন ভাইরাসের লক্ষণ কী ? দেখা যাচ্ছে, শিশুদের জিভে সাদা হয়ে ঘা বা ফোস্কা মতো হচ্ছে । গা-হাত, পায়ে লাল রঙের ব়্যাশ মতো বের হচ্ছে । সেইসঙ্গে প্রচন্ড জ্বর । বহু অভিভাবকই ভাবছেন চিকেন পক্সে । এই সমস্যা নিয়ে এখন প্রায়ই ডাক্তারের দ্বারস্থ হচ্ছেন অভিভাবকরা । এই বিষয়ে কী বলছেন চিকিৎসকরা ?
চিকিৎসকদের মত, এই লক্ষণকে চিকেন পক্স ভেবে ভুল করছেন অভিভাবকরা । চিকিৎসকরা জানাচ্ছেন, শিশুরা মূলত হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজে (Hand Foot and Mouth Disease )আক্রান্ত হচ্ছে । তবে, এতে চিন্তার কোনও কারণ নেই । শিশু চিকিত্সকদের মতে, প্রতি বছর বর্ষাকালে ভাইরাল সংক্রমণের প্রবণতা সবচেয়ে বেশি থাকে। তার মধ্যে হাম, চিকেন পক্স, হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজের মতো ভাইরাল রোগের ঝুঁকি বেড়ে যায়। অযথা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই ।
ভাইরাসে কী সমস্যা দেখা দেয় ?
আরও পড়ুন, India Covid Update : ফের দেশে ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ, একদিনে আক্রান্ত ১৭ হাজারের বেশি
কত বছরের শিশুদের মধ্যে দেখা দেয় এই সমস্যা ? কতদিনই বা স্থায়ী হয় ?
নিরাময়
এর নির্দিষ্ট ভ্যাকসিন হয় না । সেরকম চিকিৎসা নেই । তবে ওষুধেই সেরে যায় সময়মতো । প্রাথমিক লক্ষণগুলি চিনে, সঠিক যত্ন নিলে দ্রুত নিরাময় হওয়া সম্ভব ।