কলকাতা সহ রাজ্যজুড়ে পালিত হল বড়দিনের উৎসব (Christmas 2021)। কলকাতার সেন্টস পল ক্যাথিড্রালে (St Pauls Cathidral) প্রভু যিশুকে (jesus Christ) শ্রদ্ধা জানাতে আসলেন অগণিত মানুষ। মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করলেন। সামিল হলেন উৎসবে। ক্যানিংয়ের সেন্ট গ্যাব্রিয়েল চার্চেও বড়দিনের সকালে চলল প্রার্থনা। বহরমপুর, আসানসোলের গির্জাগুলোতেও ভিড় ছিল চোখে পড়ার মতো।
বড়দিন উপলক্ষে দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিংয়ে সেন্ট গ্যাব্রিয়েল চার্চে (St Gabirel Church) সকাল থেকে চলছে প্রার্থনা। রীতি মেনেই হল প্রভু যিশুকে শ্রদ্ধাজ্ঞাপন। গাওয়া হয় প্রার্থনাসঙ্গীত। বহরমপুরের সেন্ট জনস চার্চেও ধরা পড়ল একই ছবি। সকাল থেকে এই চার্চে ভিড় হয়।
আরও দেখুন: বড়দিনে কলকাতায় দুর্দান্ত ফুট মিউজিক রেস্তোরাঁ, নাচে-গানে মেতে উঠল কচিকাঁচারা
আসানসোলের ছবিও বড়দিনের সকাল থেকে একইরকম। বড়দিনের ছুটিতে সকাল থেকে বিভিন্ন গির্জায় পরিবার নিয়ে ভিড় জমাল প্রচুর মানুষ। মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করার পাশাপাশি তুলতে দেখা গেল সেলফিও।