বড়দিন উপলক্ষ্যে সোমবার সন্ধে থেকে ব্যাপক ভিড় পার্ক স্ট্রিটে। হাজার হাজার মানুষ ভিড় করেছেন সেখানে। কলকাতার পাশাপাশি শহরতলি এবং জেলা থেকেও মানুষজন আসছেন। এদিকে নিরাপত্তার কথা মাথায় রেখে অতিরিক্ত পুলিশের ব্যবস্থা করা হয়েছে।
বড়দিনের দুপুর থেকেই পার্কস্ট্রিট সহ কলকাতার একাধিক স্থানে ভিড় হতে শুরু করে। বেলা গড়িয়ে সন্ধে নামতেই জনসমাগম শুরু হয় পার্ক স্ট্রিটে। মেট্রো স্টেশন থেকে শুরু করে অ্য়ালেন পার্ক পর্যন্ত থিকথিকে ভিড়। এছাড়াও একাধিক রেস্তরা, নাইটক্লাবেও ভিড় জমাচ্ছেন অল্পবয়সীরা।
এদিকে বড়দিনের ভিড়ে যানবাহনের গতি বেশ কম। ধর্মতলা, পার্ক স্ট্রিটের মোড়, এক্সাইডে গাড়ি চলছে ধীর গতিতে। যদিও বেশিরভাগ সরকারি ও বেসরকারি অফিস ছুটি থাকায় রেহাই পেয়েছেন নিত্যযাত্রীরা।