বেলুড়ে (Belur Math) মহাসমারোহে পালিত হল যিশু খ্রিস্টের জন্মদিন । শনিবার ছিল ক্রিসমাস ইভ (Christmas Eve) । এদিন রাতেই প্রতিবারের মতো এবারও যিশু পুজোর আয়োজন করেছিল বেলুড় মঠ কর্তৃপক্ষ । যিশুর আরাধনা, ক্যারোলের সুরে মুখরিত হয়ে ওঠে বেলুড় মঠ চত্বর ।
শ্রীরামকৃষ্ণদেবের মন্দিরে প্রভু যিশুর ছবি বসানো হয় । প্রথমে সন্ধ্যা আরতি । তারপর শুরু হয় যিশুর আরাধনা । মূল মন্দিরের ডানদিকে যিশুর ছবি মোমবাতি, ফুল দিয়ে সাজানো হয় । ছবির সামনে দেওয়া হয় কেক, লজেন্স, ফল, পেস্ট্রি ও মিষ্টি । উপস্থিত ছিলেন বেলুড় মঠের সন্ন্যাসীরা। সেইসঙ্গে চলে সন্ন্যাসী-মহারাজদের গাওয়া ক্যারল । পরে যিশুর জন্মকাহিনী পাঠ করা হয় । নিয়ম মেনে ২৪ ডিসেম্বর মঠের সন্ধ্যা আরতির পরেই শুরু হয় এই বিশেষ অনুষ্ঠান । বিশেষ প্রার্থনা সঙ্গীত, বাইবেল পাঠের মধ্যে দিয়ে এই উৎসব পালন করা হয় । ক্রিসমাস ইভকে কেন্দ্র করে এদিন বহু মানুষের সমাগম হয় বেলুড়ে ।
কথিত আছে, রামকৃষ্ণ পরমহংসদেবের প্রয়াণের এক সপ্তাহ পরে স্বামী বিবেকানন্দ তাঁর অন্যান্য গুরুভাইদের সঙ্গে হুগলির আটপুরে স্বামী প্রেমানন্দজি বা বাবুরাম মহারাজের বাড়িতে গিয়েছিলেন । সেখানে এমনই এক শীতের সন্ধ্যায় তিনি ধুনি জ্বালিয়ে তাঁর গুরুভাইদের যিশুখ্রিস্টের জীবনী এবং তাঁর আত্মত্যাগের বর্ণনা করছিলেন । সেদিনটা আবার ছিল ক্রিসমাস ইভ । দিনটা স্মরণীয় করে রাখতে প্রত্যেক বছর যিশু পুজোর আয়োজন করা হয় বেলুড়ে ।