চিন-আমেরিকার পর এবার দেশেও মাথাচাড়া দিচ্ছে করোনা আতঙ্ক, কিন্তু করোনা হলেও গঙ্গাসাগর, বড়দিন সব হবে, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে রাজভবন থেকে বেরিয়ে এমনটাই জানালেন মমতা।
নতুন করেকরোনা মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এ বিষয়ে বৈঠক করেছেন। আবার ফিরছে মাস্ক-বিধি। অন্য দিকে, এ রাজ্যে সামনেই গঙ্গাসাগর মেলা, বড়দিন এবং নতুন ইংরেজি বছরের উদ্যাপন। উৎসবের আবহে বহু মানুষের সমাগম হয়। তাতেই একলাফে বাড়ে সংক্রমণ। তাই নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে নতুন করে কড়া বিধিনিষেধ জারি হবে কি না, সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল। তার প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী মানুষকে অথযা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন।
এদিন বিকেলে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয়, মাস্ক পরা কি বাধ্যতামূলক হবে? জবাবে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘মানুষ উৎসব পালন করবে না? এখন এখানে কোভিড হচ্ছে না, তাই মানুষ ইচ্ছেমতো ঘুরছেন। যদি (কোভিড) আসে আমরা নিশ্চয়ই বলব, মাস্ক পরুন। কিন্তু এত লোককে তো আমাদের পক্ষে জনে জনে বলা সম্ভব নয়। লক্ষ লক্ষ মানুষ হয়। এখনও বাংলায় যে হেতু (কোভিড সংক্রমিত রোগী) আসেনি, সে জন্য আগে থেকে আসবে এটা ধরে নিতে চাই না। আমরা পরিস্থিতির উপর মনিটরিং করছি। সে রকম হলে আমরা সময় মতো ব্যবস্থা নেব।’’।