কয়লা, গরু, নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্তে গতি বাড়িয়েছে সিবিআই ও ইডি। রাজ্যের একাধিক জায়গায় চলছে তল্লাশি। গ্রেফতার হয়েছেন রাজ্যের শাসক দলের হেভিওয়েট নেতারা। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পাশাপাশি রাজ্যেও গরুপাচার মামলায় তৎপরতা বাড়াল সিআইডি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গতিবিধি সংক্রান্ত তথ্য তলব করল রাজ্যের গোয়েন্দা শাখা।
২০১৯ সালে শুভেন্দুর জন্য কোথায় কোথায় নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছিল, তা মুর্শিদাবাদ পুলিশ সুপারের কাছে জানতে চেয়ে চিঠি পাঠিয়েছে সিআইডি। ২০১৯ সালের গরুপাচার মামলায় তৎপরতা বাড়িয়েছে সিআইডি। ২০১৯ সাল পর্যন্ত মুর্শিদাবাদে তৃণমূলের পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন শুভেন্দু। সেই পদে থাকাকালীন তিনি কোথায় কোথায় যেতেন, তার নথি চেয়েছে সিআইডি।
আরও পড়ুন: ইঞ্জিনিয়ারিং ছাত্রের গলার নলি কেটে খুন, বাগুইআটির ছায়া বীরভূমের ইলামবাজারে
প্রসঙ্গত, গত রবিবার মুর্শিদাবাদ থেকে এনামূল ঘনিষ্ঠ ব্যবসায়ী জেনারুখ শেখকে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করে সিআইডি। এরপর একাধিক পঞ্চায়েত প্রধানকে রঘুনাথগঞ্জে ডেকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী সংস্থা।