সিবিআই হেফাজতে মৃত লালন শেখের (Lalan Sheikh) বাড়িতে গেল ফরেনসিকের দল। রবিবার বগটুই গ্রামে লালনের বাড়িতে যায় সিআইডির (CID) একটি দল। ওই বাড়িটি এক সময় সিল করে দেয় সিবিআই। লালনের মৃত্যুর পর সেই বাড়ি খুলে দেওয়া হয়। এরপরই বাড়ি থেকে নগদ টাকা, গয়না চুরির অভিযোগ করেন লালনের স্ত্রী রেশমা।
রবিবার সকালে ফরেন্সিক বিভাগের ৪ সদস্যের একটি দল বগটুই যায়। বাড়িতে ঢুকে নমুনা সংগ্রহ করেন তাঁরা। গত ২১ মার্চ বগটুই মোড়ে খুন হন তৃণমূল রামপুরহাট বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ। এরপরই বগটুইয়ে গ্রামের বেশ কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। সেই কাণ্ডেই ভাদু ঘনিষ্ঠ লালনকে গ্রেফতার করে সিবিআই। এরপর সিবিআই হেফাজতেই মৃত্যু হয় লালন শেখের।
আরও পড়ুন: গঙ্গাসাগরের আগে করোনা নিয়ে সতর্কতা, নাগা সন্ন্যাসীদের করোনা পরীক্ষা করবে পুরসভা
গত ১২ ডিসেম্বর, লালনের মৃত্যুর পর সেই বাড়ির সিল খুলে দেন সিবিআই আধিকারিকরা। লালনের স্ত্রীর অভিযোগ, ভাঙচুর করা হয়েছে, তাঁর বাড়িয রেশমা অভিযোগ করেন, তাঁর বাড়ি থেকে নগদ ৫০ হাজার টাকা ও গয়না চুরি হয়েছে। আদালতে মামলা দায়ের করে। সেই মামলার তদন্তেই রবিবার লালনের বাড়িতে যান ফরেনসিক বিভাগের সদস্যরা।