লালন শেখের অস্বাভাবিক মৃত্যু রহস্যের ভার নিল সিআইডি(CID on Lalon Sheikh)। বুধবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রামপুরহাটের অস্থায়ী শিবিরে যান রাজ্য সিআইডির আইজি(CID IG) সুনীলকুমার চৌধুরী। ছিলেন অন্যান্য পুলিশকর্তারাও। কেন্দ্র-রাজ্যের গোয়েন্দা আধিকারিকদের মধ্যে একাধিক বিষয়ে কথাবার্তা হয় বলেও খবর। পাশাপাশি, লালনের মৃতদেহ যে শৌচাগারে পাওয়া যায়, সেটিও পরিদর্শন করেন রাজ্যের গোয়েন্দারা(CID)।
বুধবার পুলিশের হাতে আসা ময়নাতদন্তের(Lalon Sheikh's Post Mortem Report) রিপোর্টে বলা হয়, লালন শেখের মৃত্যু হয়েছে হ্যাঙ্গিং বা ঝুলন্ত অবস্থায়। তবে দেহে কোনও আঘাতের চিহ্ন নেই বলেও উল্লেখ রয়েছে রিপোর্টে। ফলে খুনের ঘটনার ক্ষেত্রে দেহে যেসব চিহ্ন থাকার কথা, তা পাওয়া যায়নি ময়নাতদন্তে। ফলে চিকিৎসকদের প্রাথমিক অনুমান, ঝোলার ফলে ফাঁস লেগেই মৃত্যু হয়েছে বগটুই কাণ্ডের(Bagtui Genocide) অন্যতম অভিযুক্তের।
আরও পড়ুন- Uttar Pradesh News : স্কুলে সহপাঠীর সঙ্গে মারামারি, মৃত্যু দ্বিতীয় শ্রেণির ছাত্রের
মঙ্গলবার দুপুর সাড়ে ৩টে থেকে সাড়ে ৫টা পর্যন্ত দু’ঘণ্টা ধরে চলে লালনের দেহের ময়নাতদন্তের প্রক্রিয়া(Post Mortem of Lalon Sheikh)। গোটা বিষয়টির ভিডিয়োগ্রাফিও করা হয়। ময়নাতদন্তে উপস্থিত ছিলেন ৪ সদস্যের চিকিৎসক দল। বুধবার জেলা ম্যাজিস্ট্রেটের হাতে সেই রিপোর্ট তুলে দেওয়া হবে বলেই খবর।