এবার টাকার পাহাড়় মালদহের এক মৎস্যজীবীর বাড়িতে। গাজোলের ঘাকশোল এলাকায় মাছ ব্য়বসায়ী জয়প্রকাশ সাহার বাড়িতে তল্লাশি চালিয়ে এই টাকার পাহাড়ের সন্ধান পেয়েছে সিআইডি। টাকা গোনার জন্য মেশিন আনতেও নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় চার কোটি টাকা উদ্ধার করা হয়েছে। যদিও এই ব্যাপারে সরকারি ভাবে এখনও কিছু জানানো হয়নি। রবিবার দুপুরে ওই মাছ ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছিল গোয়েন্দাদের একটি দল।
ইতিমধ্য়েই গ্রামের বাসিন্দারা জয়প্রকাশের বাড়ির সামনে ভিড় করেছেন। বাড়ির বাইরে রয়েছে পুলিশের বিশাল বাহিনী। বাড়ির ভিতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এমনকী, যাঁরা ভিতরে রয়েছেন, তাঁদেরও আটকে রাখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই মাছের ব্যবসা করেন জয়প্রকাশ সাহা। ওই এলাকায় বেশ পরিচিত তিনি। এদিন তাঁর বাড়িতে পুলিশ ঢুকতে দেখে প্রথমে খানিকক্ষণ চমকে যান গ্রামের লোকেরা। এরপর ওই বাড়িতে এসে তল্লাশি শুরু করে সিআইডি। বাড়ির বিভিন্ন জায়গা থেকে টাকা বান্ডিল পাওয়া গিয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।