বজবজে বাজি কারখানায় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নামল সিআইডি। ইতিমধ্যেই দুর্ঘটনাস্থল ঘুরে দেখেছেন সিআইডির আধিকারিকরা। জিজ্ঞাসাবাদও শুরু হয়েছে। মহেশতলা থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে। সিআইডির পাশাপাশি মহেশতলায় তৎপর ফরেনসিক দলও। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করার কাজ শুরু করেছেন ফরেনসিক আধিকারিকরা।
দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার চিংড়পোতা গ্রাম পঞ্চায়েত এলাকায় ২০ হাজারের বেশি বাজি উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছেন ৪০ জন। তদন্ত চলাকালীন ২০ কেজিরও বেশি বাজি উদ্ধার হয়েছে। সোমবার তাঁদের আদালতে পেশ করা হবে।
রবিবার সন্ধ্যায় বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যেই তৎপর পুলিশ। উত্তর ২৪ পরগনার বেশ কিছু জায়গায় ধরপাকড় চালিয়েছে পুলিশ। বেশ কিছু নিষিদ্ধ বাজিও উদ্ধার করা হয়েছে। বজবজ ও তৎসংলগ্ন এলাকার বেশ কয়েকটি দোকানেও পুলিশ তল্লাশি চালিয়ে বাজি উদ্ধার করেছে। রবিবার বজবজের মহেশতলায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে জয়শ্রী ঘাটি ও পম্পা ঘাটি নামে দুজনের মৃত্যু হয়। গুরুতর জখম এক জন।
প্রসঙ্গত, গত সপ্তাহেই পূর্ব মেদিনীপুরের এগরায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ নিয়ে তোলপাড় হয় রাজ্য। সেই ঘটনায় মৃত্যু হয় মোট ৯ জনের। তার রেশ কাটতে না কাটতেই ফের বজবজে বাজি বিস্ফোরণে মৃত্যু ২ জনের।