সিবিআই হেফাজতে বগটুই কাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যুর তদন্ত করবে সিআইডি। হাতে কাগজ পেলেই হোমিসাইড শাখার ৪ আধিকারিক বীরভূমে যাবেন বলে খবর।
রামপুরহাট আদালতে এদিন বগটুই মামলার শুনানি ছিল। একই সময় তার দেহের ময়নাতদন্তও হয়। লালন মৃত্যু কাণ্ডে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশও দেয় আদালত। লালনের পরিবারের অভিযোগ, জিভ কেটে নেওয়া হয়েছে। ৫০ লক্ষ টাকা ঘুষ দিয়ে মামলা মিটিয়ে নেওয়ার অভিযোগ তুলেছে পরিবার।মঙ্গলবার স্থানীয় থানায় মামলা দায়ের হওয়ার পরই দায়িত্ব পেল সিআইডি।
মঙ্গলবার রামপুরহাট হাসপাতালে লালনের দেহের ময়নাতদন্ত হয়। বেলা সাড়ে ৩টে থেকে সাড়ে ৫টা, ২ ঘণ্টা ধরে লালনের দেহের ময়নাতদন্ত প্রক্রিয়া চলে। গোটা প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফি হয়। লালনের দেহ নেয়নি তাঁর পরিবার। আপাতত মর্গেই আছে তাঁর দেহ। হাসপাতালে পুলিশ মোতায়েন করা আছে। রাতেই পৌঁছতে পারে সিআইডির বিশেষ দল।