পানিহাটিতে(Panihati Municipality) তৃণমূল কাউন্সিলর খুনের(TMC Councillor Murder) ঘটনায় এলাকা ঘুরে দেখলেন ৫ জনের সিআইডি(CID) প্রতিনিধি দল। খুনের পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই তদন্তে নামল সিআইডি(CID)। সোমবার সকালে পানিহাটির ৮ নম্বর ওয়ার্ডের ওই ঘটনাস্থল করে দেখেন তাঁরা।
জানা গেছে, ধৃত অমিত ওরফে শম্ভু পণ্ডিত নদীয়ার হরিণঘাটার(Haringhata) মোল্লাবেলিয়া বাসিন্দা। পেশায় গাড়িচালক অমিত দিদির সঙ্গে থাকত। তবে এই প্রথম নয়, এই দুষ্কৃতীর(Goon) বিরুদ্ধে গত ২৪ ডিসেম্বর এক বন্ধুকে গুলি করার অভিযোগ রয়েছে। তারপর থেকেই গা ঢাকা দিয়েছিল সে।
আরও পড়ুন- BJP: কংগ্রেস, তৃণমূলের প্রয়াত কাউন্সিলরদের ছবি নিয়ে বিধানসভায় বিক্ষোভ বিজেপির
প্রসঙ্গত উল্লেখ্য, রবিবার সন্ধ্যেবেলায় খুন(Murder) হন পানিহাটি পুরসভার তৃণমূল(TMC) কাউন্সিলর অনুপম দত্ত। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে গুলি(Shoot Out) করে পালায় ভাড়াটে খুনি অমিত পন্ডিত। সঙ্গে সঙ্গেই ওই কাউন্সিলরকে উদ্ধার করে বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত(Dead) বলে ঘোষণা করেন। এরপর রাতেই স্থানীয় মানুষজন ধরে ফেলেন ওই ভাড়াটে খুনিকে। জানাজায় খুন করার পর রাস্তার ধারের হোগলা বনের মধ্যে লুকিয়েছিল সে। এলাকাবাসী হোগলা বনে আগুন(Fire) দিতেই প্রাণভয়ে বেরিয়ে আসে ভাড়াটে খুনি(Murderer)। এরপর স্থানীয় মানুষরা মারধর করে তাকে পুলিশের(Police) হাতে তুলে দেয়।