লালন শেখের রহস্যমৃত্যুতে (Lalan Seikh Death) আরও তৎপর সিআইডি (CID)। শুক্রবার বগটুইয়ে (Bogtui) যায় সিআইডির আধিকারিকদের একটি দল। লালন শেখের স্ত্রী রেশমা বিবির বয়ান রেকর্ড করেন তাঁরা। এই মামলায় অন্যতম অভিযুক্ত জাহাঙ্গির শেখের বয়ান রেকর্ড করা হয়েছে।
জানা গিয়েছে, লালন শেখের যে মূল বাড়ি, সেখানে তাঁর স্ত্রী ও মেয়ে নেই। বগটুইয়ে তাঁর বাবার বাড়িতে ছিলেন রেশমা বিবি। সেখানেই যান সিআইডি আধিকারিকরা। লালন শেখ হত্যা মামলায় তাঁর বয়ান রেকর্ড করেন রাজ্যের গোয়েন্দা সংস্থা। সিবিআই আধিকারিকের নাম ৩ পাতার অভিযোগ করেছিলেন রেশমা বিবি। অন্তত ৭ জন আধিকারিকের নাম আছে। সিবিআইয়ের বিরুদ্ধে ৩০২ ধারায় খুনের মামলা রুজু করেছেন তিনি। খুনের উদ্দেশ্য কি থাকতে পারে, তা জানতে চান সিআইডি আধিকারিকরা।
আরও পড়ুন: নন্দীগ্রামে বুথ সভাপতির বাড়িতে বোমা , বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের
লালন শেখের সঙ্গে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিসে ছিলেন জাহাঙ্গির শেখ। আগেই তাঁর বয়ান রেকর্ড করেছে সিআইডি। সিবিআই আধিকারিকদের প্রতি রেশমার কী কী অভিযোগ, তা জানতে চায় সিআইডি। জানা গিয়েছে, অভিযুক্ত সিবিআই আধিকারিকদের মধ্যে এমন কিছু অফিসার আছেন, যারা গরুপাচার মামলার তদন্তেও আছেন। এক্ষেত্রে তাদের ভূমিকা খতিয়ে দেখবে সিআইডি।